১। বন্যা নিয়ন্ত্রন বাঁধ নির্মান,বন্যার হাত হইতে রক্ষা করা।
২। নিস্কাশন খাল নির্মান করে পানি নিস্কাশন ব্যবস্থা গ্রহণ করা হয়।
৩। সেচ সুবিধা প্রদান অর্থাৎ স্বল্প ব্যয়ে পর্যাপ্ত সেচ ব্যবস্থার মাধ্যমে জমির বহুমুখী ব্যবহার করে ফসলের অধিক ফলন নিশ্চিত করা
৪। নদী শাসন বা নদী ভাঙ্গনরোধ করা।
৫। খাল খনন ও পুনঃ খনন
৬। স্লুইস গেট আটকিয়ে নদী/খালের পানির উচ্চতা বৃদ্ধি করে সেচ সুবিধা প্রদান।
৭। পরিবেশ সুরক্ষা ও জীববৈচিত্রের নিরাপদ সংস্থান করা।
৮। মৃত বা মৃত প্রায় নদী সমুহকে পুনরুজ্জীবিত করা।
৯। পর্যাপ্ত পানি সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে মৎস্য সম্পদ উন্নয়ন, পশুপাখি ও গবাদি পশুর নিরাপদ সংস্থান করা।
১০। সেচ খালের পাশ্ববর্তী এলাকার জনগনকে গৃহস্থলী কাজকর্মের জন্য পানি সরবরাহ করা।
১১। পাবনা সেচ ও পল্লী উন্নয়ন প্রকল্প বাসত্মবায়নের ফলে বন্যা নিয়ন্ত্রন এবং জলাবদ্ধতা দূরীকরনসহ সেচ প্রদানের মাধ্যমে এলাকার জনগনের প্রভুত আর্থিক উন্নয়ন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস